ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বশেফমুবিপ্রবি ও বিসিএসআইআর এর মধ্যে সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ও বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ও বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার পরিধি বাড়াতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

৯ মে সকালে রাজধানীর সায়েন্স ল্যাবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক সই হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ও বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ড. মো. কামরুল আলম খান বলেন, এ সমঝোতা স্মারক দেশের কল্যাণে গবেষণা খাত উন্নয়ন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যৌথ গবেষণার এ সুযোগের জন্য বিসিএসআইআর-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, গুণগত ও মানসম্পন্ন গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। সমঝোতার ফলে যৌথভাবে কাজ করার যে সুযোগ সৃষ্টি হলো তা উভয়পক্ষকে কাজে লাগাতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য হাতে কলমে শিক্ষা তথা বিসিএসআইআর-এর ল্যাবসহ যাবতীয় সুবিধা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ তাদের মতামত তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) কাজী আনোয়ার হোসেন, মো. রোকনুজ্জামান, বশেফমুবিপ্রবির একাডেমিক কাউন্সিল সদস্য ও বিসিএসআইআর-এর সদস্য ড. মোহাম্মদ নাজিম জামান, বিসিএসআইআর-এর সচিব ড. সেলিম রেজাসহ বিভিন্ন ল্যাবের পরিচালকবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এমওইউ কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, কমিটির সদস্য ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক পার্থ সারথি দাশ, কমিটির সদস্য সচিব নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তার, বিসিএসআইআর-এর পবেষণা সমন্বয়ক ড. ওয়াহিদুল আকবর ও জনসংযোগ কর্মকর্তা ড. আব্দুর রেজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না

বশেফমুবিপ্রবি ও বিসিএসআইআর এর মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০৮:০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ও বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার পরিধি বাড়াতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

৯ মে সকালে রাজধানীর সায়েন্স ল্যাবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক সই হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ও বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ড. মো. কামরুল আলম খান বলেন, এ সমঝোতা স্মারক দেশের কল্যাণে গবেষণা খাত উন্নয়ন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যৌথ গবেষণার এ সুযোগের জন্য বিসিএসআইআর-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, গুণগত ও মানসম্পন্ন গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। সমঝোতার ফলে যৌথভাবে কাজ করার যে সুযোগ সৃষ্টি হলো তা উভয়পক্ষকে কাজে লাগাতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য হাতে কলমে শিক্ষা তথা বিসিএসআইআর-এর ল্যাবসহ যাবতীয় সুবিধা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ তাদের মতামত তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে বিসিএসআইআর-এর সদস্য (প্রশাসন) কাজী আনোয়ার হোসেন, মো. রোকনুজ্জামান, বশেফমুবিপ্রবির একাডেমিক কাউন্সিল সদস্য ও বিসিএসআইআর-এর সদস্য ড. মোহাম্মদ নাজিম জামান, বিসিএসআইআর-এর সচিব ড. সেলিম রেজাসহ বিভিন্ন ল্যাবের পরিচালকবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এমওইউ কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, কমিটির সদস্য ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক পার্থ সারথি দাশ, কমিটির সদস্য সচিব নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তার, বিসিএসআইআর-এর পবেষণা সমন্বয়ক ড. ওয়াহিদুল আকবর ও জনসংযোগ কর্মকর্তা ড. আব্দুর রেজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।