ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জামালপুর ডিএসএ ১ম বিভাগ ভলিবল লিগ : স্পর্শ, স্পন্দন, শেরে বাংলার জয়

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ভলিবল লিগের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৃথক তিনটি খেলায় বিজয়ী হয়েছে স্পর্শ ক্রীড়াচক্র, স্পন্দন স্পোর্টিং ক্লাব ও শেরে বাংলা ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ভলিবল উপ-কমিটি সূত্র জানায়, দিনের প্রথম খেলায় অংশ নেয় স্পর্শ ক্রীড়াচক্র ও আমলাপাড়া বয়েজ ক্লাব। খেলায় ২-০ সেটে বিজয়ী হয়েছে স্পর্শ ক্রীড়াচক্র। স্পর্শ ক্রীড়াচক্রের হয়ে খেলেছেন শাওন আহাম্মেদ, শাহ জামাল, আলী আকবর, নিলয় বিন ইসলাম, মাহিন আহাম্মেদ ও মারুফ। অপরদিকে আমলাপাড়া বয়েজ ক্লাবের হয়ে খেলেছেন ফাহিম, স্বপন, সজিব, নাহিদ, মমিন ও মৃদুল। খেলায় রেফারি ছিলেন মো. আক্তারুজ্জামান আউয়াল ও মো. রজব আলী।

দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় স্পন্দন স্পোর্টিং ক্লাব ও ফেভার্স ক্লাব। খেলায় ফেভার্সকে ০-২ সেটে পরাজিত করেছে স্পন্দন স্পোর্টিং ক্লাব। স্পন্দন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন হুমায়ুন কবির, সোহান, আতিক, সাজ্জাদ, রাজন, রিদয়, নাসির, রনি ও নূর আমিন। অপরদিকে ফেভার্স ক্লাবের হয়ে খেলেছেন সামিউল, আরমান, তূর্য, রাব্বি, শুভ ও সাইনুল। খেলায় রেফারি ছিলেন মো. আক্তারুজ্জামান আউয়াল।

দিনের তৃতীয় খেলায় শেরে বাংলা ক্লাব ২-০ সেটে হারিয়েছে মোহামেডান ক্লাবকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. রজব আলী ও মো. আক্তারুজ্জামান আউয়াল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না

জামালপুর ডিএসএ ১ম বিভাগ ভলিবল লিগ : স্পর্শ, স্পন্দন, শেরে বাংলার জয়

আপডেট সময় ১০:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ভলিবল লিগের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৃথক তিনটি খেলায় বিজয়ী হয়েছে স্পর্শ ক্রীড়াচক্র, স্পন্দন স্পোর্টিং ক্লাব ও শেরে বাংলা ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ভলিবল উপ-কমিটি সূত্র জানায়, দিনের প্রথম খেলায় অংশ নেয় স্পর্শ ক্রীড়াচক্র ও আমলাপাড়া বয়েজ ক্লাব। খেলায় ২-০ সেটে বিজয়ী হয়েছে স্পর্শ ক্রীড়াচক্র। স্পর্শ ক্রীড়াচক্রের হয়ে খেলেছেন শাওন আহাম্মেদ, শাহ জামাল, আলী আকবর, নিলয় বিন ইসলাম, মাহিন আহাম্মেদ ও মারুফ। অপরদিকে আমলাপাড়া বয়েজ ক্লাবের হয়ে খেলেছেন ফাহিম, স্বপন, সজিব, নাহিদ, মমিন ও মৃদুল। খেলায় রেফারি ছিলেন মো. আক্তারুজ্জামান আউয়াল ও মো. রজব আলী।

দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় স্পন্দন স্পোর্টিং ক্লাব ও ফেভার্স ক্লাব। খেলায় ফেভার্সকে ০-২ সেটে পরাজিত করেছে স্পন্দন স্পোর্টিং ক্লাব। স্পন্দন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন হুমায়ুন কবির, সোহান, আতিক, সাজ্জাদ, রাজন, রিদয়, নাসির, রনি ও নূর আমিন। অপরদিকে ফেভার্স ক্লাবের হয়ে খেলেছেন সামিউল, আরমান, তূর্য, রাব্বি, শুভ ও সাইনুল। খেলায় রেফারি ছিলেন মো. আক্তারুজ্জামান আউয়াল।

দিনের তৃতীয় খেলায় শেরে বাংলা ক্লাব ২-০ সেটে হারিয়েছে মোহামেডান ক্লাবকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. রজব আলী ও মো. আক্তারুজ্জামান আউয়াল।