জিল বাংলা চিনিকলে উৎপাদন শুরু

জিল বাংলা চিনিকলের মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু হয়েছে। ২২ নভেম্বর বিকেলে চলতি আখ মাড়াই মৌসুমের কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের, জিল বাংলা সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) ইকবাল হোসেন প্রমুখ।

জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) শরিফ মোহাম্মদ জিয়াউল হক জানান, ১ লাখ ২৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৭১০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৬২তম আখ মাড়াই শুরু হয়েছে। প্রতিদিন ২৯টি ক্রয় কেন্দ্রের আখচাষিদের কাছ থেকে আখ ক্রয় করা হবে।

জামালপুরেরসহ গুরুত্বপূর্ণ সব খবর ও লেখা পেতে আমাদের ফেসবুক পাতায় লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।