জামালপুরে বিশ্ব পানি দিবস উদযাপিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘সবার জন্য নিরাপদ পানি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে বিশ্ব পানি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১১ এপ্রিল সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে শহরের বকুলতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষে হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুরে বিশ্ব পানি দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক শফিকুজ্জামান, চিকিৎসক উত্তম কুমার সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুরের এমএই আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক এম এ জলিল প্রমুখ। সভা সঞ্চালনা করেন নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম।