ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেওয়ানগঞ্জে সাত পুলিশ কর্মকর্তা পেল শ্রেষ্ঠ সম্মাননা শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জামালপুর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

নিরক্ষরতার অভিশাপমুক্ত এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ও জ্ঞান নির্ভর, মানবসম্পদ সমৃদ্ধ জামালপুর প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ৮ সেপ্টেম্বর, সোমবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, জামালপুর অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকলেও অমিত সম্ভাবনা রয়েছে। গত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে ফলাফলে প্রথম হয়েছে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে জামালপুর জেলা শীর্ষ স্থানগুলোর মধ্যে একটা। সাক্ষরতার হার ৫১:৫৩ ভাগ হলেও আমরা বিশ্বাস করি এ হার সমন্বিত উদ্যোগে আশাব্যঞ্জক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে যাতে কোন শিক্ষার্থী ঝরে না পড়ে এ ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ, পরিবীক্ষণ করতে হবে। জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার ল্যাবগুলো সচল করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আব্দুল হাকিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মনিষা প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নিরক্ষরতার অভিশাপমুক্ত এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ও জ্ঞান নির্ভর, মানবসম্পদ সমৃদ্ধ জামালপুর প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ৮ সেপ্টেম্বর, সোমবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, জামালপুর অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকলেও অমিত সম্ভাবনা রয়েছে। গত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের মধ্যে ফলাফলে প্রথম হয়েছে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে জামালপুর জেলা শীর্ষ স্থানগুলোর মধ্যে একটা। সাক্ষরতার হার ৫১:৫৩ ভাগ হলেও আমরা বিশ্বাস করি এ হার সমন্বিত উদ্যোগে আশাব্যঞ্জক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা থেকে যাতে কোন শিক্ষার্থী ঝরে না পড়ে এ ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ, পরিবীক্ষণ করতে হবে। জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার ল্যাবগুলো সচল করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সহকারী পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আব্দুল হাকিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মনিষা প্রমুখ।

সভায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।