ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেওয়ানগঞ্জে সাত পুলিশ কর্মকর্তা পেল শ্রেষ্ঠ সম্মাননা শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

৩০ আগস্ট শুরু হচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জামালপুর : জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

৩০ আগস্ট, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩০ আগস্ট থেকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, ফুটবলকে ছড়িয়ে দিতে ও ভালমানের খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে জেলা টিম গঠন করা হবে। পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

দুইটি গ্রুপে জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা। ৩০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে জামালপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে ৭ সেপ্টেম্বর, রবিবার ও ৮ সেপ্টেম্বর, সোমবার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে পরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ, তৌহিদুর রহমান রামিম, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

৩০ আগস্ট শুরু হচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ০৯:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

৩০ আগস্ট, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ২৮ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩০ আগস্ট থেকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, ফুটবলকে ছড়িয়ে দিতে ও ভালমানের খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে জেলা টিম গঠন করা হবে। পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

দুইটি গ্রুপে জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা। ৩০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে জামালপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে ৭ সেপ্টেম্বর, রবিবার ও ৮ সেপ্টেম্বর, সোমবার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে পরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ, তৌহিদুর রহমান রামিম, জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।