রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীলতা ঠেকাতে বাজার পর্যবেক্ষণে নেমেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ২ মার্চ রবিবার বিকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় রমজান মাসে রোজার পবিত্রতা রক্ষায় করণীয় বিষয়ে প্রচারপত্র বিলি করেন সরিষবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।
এ সময় তিনি জানান, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন সেদিকে নজরদারি রাখবে পুলিশ। সরকারের বেঁধে দেওয়া নিত্যপণ্যের দামের চেয়ে বেশি দাম রাখলে থানা পুলিশকে অবগত করতে হবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তায় নেয়ার আহ্বান জানান তিনি। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
বাজার পর্যবেক্ষণের সময় থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার, আশরাফুল আলম, আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি রনজু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।