‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগান সামনে রেখে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রবিবার সকালে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় শহরে বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত তারুণ্য উৎসব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে সরকারি কর্মপরিকল্পনা অনুসরণ সাপেক্ষে তৈরি করা জেলা প্রশাসনের পরিকল্পনার প্রেক্ষিতে স্ব স্ব প্রতিষ্ঠান নিজেদের কর্মপরিকল্পনা প্রণয়ন করে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি জেলা প্রশাসনের ৫০ দিনের কর্মপরিকল্পনা পাঠ করে শোনান। সকলের মতামতের প্রেক্ষিতে কিছুটা সংশোধন, বিয়োজন করে কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করা হয়।

জেলা প্রশাসক হাছিনা বেগম সভায় বলেন, ইতিমধ্যে ১ জানুয়ারি থেকে বেশকিছু ইভেন্টে অংশ অংশভাবে সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। ইসলামপুর, জামালপুর পৌরসভার তিরুথা সত্যপীর উচ্চবিদ্যায়, উন্নয়ন সংঘ, উদয়ন ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে।
সভাসূত্র জানায়, পরিবর্তিত বাংলাদেশের সমৃদ্ধি এবং মানুষের চেতনা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার জাগরণ ঘটাতে তারুণ্যের উৎসবকে তৃণমূল পর্যায়ে আনন্দমুখর করে তোলা হবে। বিভিন্ন ক্রীড়া, পরিবেশ সচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন রচনা, পুষ্টি সচেতনতা সৃষ্টি, দেশের বিলুপ্তপ্রায় সংস্কৃতি, কৃষ্টির বিকাশ ঘটানো, ইতিহাস, ঐতিহ্যের স্ফূরণ, বইমেলার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, পলিথিন বর্জন করাসহ নানামুখী আয়োজন করা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট চলাকালীন সময়ে দেশব্যপী তারুণ্য উৎসব চলবে বলে।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জেলা সমবায় অধিদপ্তরের অতিরিক্ত জেলা কর্মকর্তা আতিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমসহ সরকারি, বেরসকারি সংস্থার প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও তৃতীয় লীঙ্গের প্রতিনিধিসহ তরুণেরা অংশ নেন।