ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেওয়ানগঞ্জে সাত পুলিশ কর্মকর্তা পেল শ্রেষ্ঠ সম্মাননা শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

শরিফপুরে হামলায় আহত ৫

হামলায় গুরুতর আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা রঘুনাথপুর শিমুলতাইর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের স্বজন মো. ওয়াজেদ আলী।

জানা যায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ৫ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত জমি সংক্রান্ত বিরোধ নিরসনে স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও মাতাব্বরদের নিয়ে একটি সালিশ বৈঠকের আয়োজন্ করা হয়। সালিশ বৈঠকের একপর্যায়ে মৃত আব্দুল আজিজের ছেলে আল আমিন, জুয়েল মিয়া ও মো. আরিফ, আবুল হোসেন কানাইয়ের ছেলে মো. কামরুল, নিয়ামত আলীর ছেলে আসাদুল মিয়া ও মো. আপেল মিয়া, কিনাতুল্লাহ সেখের ছেলে মনজুরুল ইসলাম এবং আব্দুর রহমানরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলায় মোতালেবের ছেলে মমিনুর রহমান আলী, মোতালেবের বড় ছেলের বউ মোছা. মর্জিনা বেগম, নাতী মিস্টার আলী ও মমিনুর রহমান আলীর স্ত্রী মোছা. সুমি বেগম আহত হয়। এ সময় প্রতিপক্ষরা তাদের বাড়িঘর ভাংচুর করে ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গুরুতর আহত মিস্টার আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন থেকে আমাদের জমি বুঝিয়ে দেওয়ার নামে বিভিন্ন টালবাহানা করে আসছে। ৫ জানুযারি এ নিয়ে দিনব্যাপী সালিশ বৈঠক হয়। সালিশে গণ্যমান্যব্যক্তিরা নতুন একটা তারিখ নির্ধারণ করে দেন। কিন্তু প্রতিপক্ষরা তাতে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের অনেকেই আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, তারা শুধু মারপিট করেই ক্ষান্ত হয়নি। আমাদের মেরে ফেলারও হুমকি-ধামকি দিয়েছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযোগ প্রসঙ্গে প্রতিপক্ষ আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সাথে তাদের ঝামেলা চলছে। ৫ জানুয়ারি একটা সালিশ হয়েছিল তারা ওই সালিশ মানেননি। আমরা তাদের ওপর হামলা করেনি। তারাই আমাদের লোকদের ওপর হামলা করেছেন। আমাদের কয়েজন আহত হয়েছেন। এ বিষয়ে অভিযোগ করবো থানায়।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

শরিফপুরে হামলায় আহত ৫

আপডেট সময় ১০:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা রঘুনাথপুর শিমুলতাইর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের স্বজন মো. ওয়াজেদ আলী।

জানা যায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ৫ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত জমি সংক্রান্ত বিরোধ নিরসনে স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও মাতাব্বরদের নিয়ে একটি সালিশ বৈঠকের আয়োজন্ করা হয়। সালিশ বৈঠকের একপর্যায়ে মৃত আব্দুল আজিজের ছেলে আল আমিন, জুয়েল মিয়া ও মো. আরিফ, আবুল হোসেন কানাইয়ের ছেলে মো. কামরুল, নিয়ামত আলীর ছেলে আসাদুল মিয়া ও মো. আপেল মিয়া, কিনাতুল্লাহ সেখের ছেলে মনজুরুল ইসলাম এবং আব্দুর রহমানরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলায় মোতালেবের ছেলে মমিনুর রহমান আলী, মোতালেবের বড় ছেলের বউ মোছা. মর্জিনা বেগম, নাতী মিস্টার আলী ও মমিনুর রহমান আলীর স্ত্রী মোছা. সুমি বেগম আহত হয়। এ সময় প্রতিপক্ষরা তাদের বাড়িঘর ভাংচুর করে ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গুরুতর আহত মিস্টার আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন থেকে আমাদের জমি বুঝিয়ে দেওয়ার নামে বিভিন্ন টালবাহানা করে আসছে। ৫ জানুযারি এ নিয়ে দিনব্যাপী সালিশ বৈঠক হয়। সালিশে গণ্যমান্যব্যক্তিরা নতুন একটা তারিখ নির্ধারণ করে দেন। কিন্তু প্রতিপক্ষরা তাতে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের অনেকেই আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, তারা শুধু মারপিট করেই ক্ষান্ত হয়নি। আমাদের মেরে ফেলারও হুমকি-ধামকি দিয়েছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযোগ প্রসঙ্গে প্রতিপক্ষ আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সাথে তাদের ঝামেলা চলছে। ৫ জানুয়ারি একটা সালিশ হয়েছিল তারা ওই সালিশ মানেননি। আমরা তাদের ওপর হামলা করেনি। তারাই আমাদের লোকদের ওপর হামলা করেছেন। আমাদের কয়েজন আহত হয়েছেন। এ বিষয়ে অভিযোগ করবো থানায়।