জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে দেশ থেকে লুটপাট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের লোকজন। তারা ভোটের অধিকার হরণ করেছিল। দেশের মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছিল। নির্যাতনের চরম সীমানায় পৌঁছে গেছিল তারা। এসব কারণেই মানুষ তাদের প্রত্যাখান করেছিল। তাই ছাত্র-জনতার আন্দোলনের কারণেই শেখ হাসিনাকে দেশ থেকে পলায়ন করতে হয়েছে।
১ নভেম্বর শুক্রবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন ফরিদুল কবীর তালুকদার শামীম।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহিদ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান সরকার সেই বিষয়টি বিবেচনা করবেন। দেশে বাক স্বাধীনতা ছিল না। মানুষ তার অধিকারের কথা বলতে পারেনি। ভোটের অধিকার হরণ করেছিল। আওয়ামী লীগের বিচার এদেশের মাটিতে হবেই।
ফরিদুল কবির তালুকদার শামীম আরও বলেন, দেশে এখনও ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামী লীগের এই দেশে কোনো রাজনীতি করার অধিকার নেই। এক এগারোর সময়ও তারেক জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন। পরবর্তীতে আওয়ামী লীগও সেই পথে হেটেছে। তারেক জিয়াকে নিয়ে কোন ষড়যন্ত্র করে লাভ নেই। জনগণের ভোটে বিএনপি আগামীদিনে নির্বাচিত হয়ে দেশ ও জনগণের সেবা করে যাবে।
তিনি আরও বলেন, আমরা দুর্নীতি সমর্থন করি না, কাউকে দুর্নীতি করতেও দিব না। কোনো সন্ত্রাসী কর্মকান্ড দেখতে চায় না, কেউ সন্ত্রাসী করতে চাইলে জনগণ নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। দলের মধ্যে কেউ কেউ অপকর্ম করার চেষ্টা লিপ্ত। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সদস্য চাঁন মিয়া চানু, উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রন্জু মিয়া, সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক প্রমুখ।