ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেওয়ানগঞ্জে সাত পুলিশ কর্মকর্তা পেল শ্রেষ্ঠ সম্মাননা শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

চিকিৎসক ধর্ষণ-খুন মামলা : অভিযুক্তদের ‘পলিগ্রাফ’ পরীক্ষা শুরু করলো সিবিআই

বাংলারচিঠিডটকম ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলায় ছয়জনের পলিগ্রাফ পরীক্ষা (মিথ্যা সনাক্তকরণ পরীক্ষা) শুরু করেছে। ২৪ আগস্ট শনিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত সিবিআই দফতরে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ বাকিদের এই পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। খবর ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির।

পরীক্ষার জন্য দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল) থেকে একটি বিশেষ দল কলকাতায় এসেছে।

মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পরীক্ষা তিনি যে কারাগারে বন্দি আছেন, সেখানেই করা হবে। অন্যদিকে, সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ঘটনার রাতে দায়িত্বে থাকা চারজন চিকিৎসক ও এক স্বেচ্ছাসেবকের পরীক্ষা সিবিআই অফিসেই সম্পন্ন হবে।

শুক্রবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত এই সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দেন। সন্দীপ রায় এই পরীক্ষায় সম্মতি জানিয়েছেন।

এই পরীক্ষা একসঙ্গে হবে না। একে একে ছয়জনের পরীক্ষা আলাদাভাবে করা হবে, যা সময়সাপেক্ষ হবে।

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষসহ এই ছয়জন সিবিআইয়ের নজরে ছিলেন। সিবিআই জানতে চায়, তারা গোয়েন্দাদের যা বলছেন তা সত্য কি না। আর সে কারণেই এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরীক্ষার ফলাফল আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তদন্তের স্বার্থে এটি করা হচ্ছে।

উল্লেখ্য, এ ধরনের পরীক্ষার জন্য অভিযুক্তদের সম্মতি প্রয়োজন হয়। পলিগ্রাফ পরীক্ষা সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা থেকে অভিযুক্তরা মিথ্যা বলছেন কি না তা যাচাই করা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

চিকিৎসক ধর্ষণ-খুন মামলা : অভিযুক্তদের ‘পলিগ্রাফ’ পরীক্ষা শুরু করলো সিবিআই

আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

বাংলারচিঠিডটকম ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলায় ছয়জনের পলিগ্রাফ পরীক্ষা (মিথ্যা সনাক্তকরণ পরীক্ষা) শুরু করেছে। ২৪ আগস্ট শনিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত সিবিআই দফতরে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ বাকিদের এই পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। খবর ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির।

পরীক্ষার জন্য দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল) থেকে একটি বিশেষ দল কলকাতায় এসেছে।

মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পরীক্ষা তিনি যে কারাগারে বন্দি আছেন, সেখানেই করা হবে। অন্যদিকে, সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ঘটনার রাতে দায়িত্বে থাকা চারজন চিকিৎসক ও এক স্বেচ্ছাসেবকের পরীক্ষা সিবিআই অফিসেই সম্পন্ন হবে।

শুক্রবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত এই সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দেন। সন্দীপ রায় এই পরীক্ষায় সম্মতি জানিয়েছেন।

এই পরীক্ষা একসঙ্গে হবে না। একে একে ছয়জনের পরীক্ষা আলাদাভাবে করা হবে, যা সময়সাপেক্ষ হবে।

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষসহ এই ছয়জন সিবিআইয়ের নজরে ছিলেন। সিবিআই জানতে চায়, তারা গোয়েন্দাদের যা বলছেন তা সত্য কি না। আর সে কারণেই এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরীক্ষার ফলাফল আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তদন্তের স্বার্থে এটি করা হচ্ছে।

উল্লেখ্য, এ ধরনের পরীক্ষার জন্য অভিযুক্তদের সম্মতি প্রয়োজন হয়। পলিগ্রাফ পরীক্ষা সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা থেকে অভিযুক্তরা মিথ্যা বলছেন কি না তা যাচাই করা যায়।