উপজেলা পরিষদ নির্বাচন (প্রথম ধাপ) : প্রতীক পেলেন জামালপুর সদরের প্রার্থীরা

বিজন কুমার চন্দ, আইনজীবী হাফিজুর রহমান স্বপন ও মোহাম্মদ আবুল হোসেন

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ পেয়েছেন মোটরসাইকেল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন পেয়েছেন কাপ পিরিচ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন আনারস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু পেয়েছেন দোয়াত কলম ও রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক।

আছাদুজ্জামান আকন্দ বাবু ও মোহাম্মদ আহসানুল ইসলাম

এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান বেলাল উড়োজাহাজ, নাজমুল হোসাইন তালা ও সাইদুর রহমান পেয়েছেন টিউবওয়েল প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার কলস ও সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী পেয়েছেন ফুটবল প্রতীক।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ প্রতিবেদককে বলেন, ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জামালপুর সদর উপজেলার প্রদ্বিদ্বন্দ্বী সকল প্রারার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের প্রথমধাপে ৮ মে জামালপুর সদর উপজেলা পরিষদের ভোটগ্রহণ করা হবে।