স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে চৌকস হয়ে উঠতে হবে : ধর্মমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি হলো স্মার্ট নাগরিক। স্মার্ট বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গড়ে তুলতে হলে আমাদের শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে চৌকস হয়ে উঠতে হবে। দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।

জামালপুরের ইসলামপুরের কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৩ এপ্রিল বিকালে সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় মাঠে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে সবার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জানুয়ারির ১ তারিখে সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে। পৃথিবীর অনেক উন্নত দেশ যেটি পারেনি, সেটি শেখ হাসিনা করে দেখিয়েছেন। সরকার ঘরে ঘরে বিনা মূল্যে বিদ্যুৎ দিয়েছে, এখন দেশের প্রতিটি অঞ্চল বিদ্যুতের আলোয় আলোকিত।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।