উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা জামালপুর জেলা বিএনপির

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘বর্তমান সরকারের পাতানো উপজেলা পরিষদ নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের লক্ষ্যে জামালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল বিকেলে শহরের রশিদপুর এলাকায় জামালপুর জেলা বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী আনিসুজ্জামান গামা প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতেই বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় ও শারিরীকভাবে অসুস্থ বিএনপির সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।