জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : প্রথম সেমিফাইনালে অগ্নিশিখার জয়

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন অগ্নিশিখা ক্লাবের বোলার শিপন। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম সেমি ফাইনাল ম্যাচ ৪ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে রক্তারুণ সংঘকে ৪৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে অগ্নিশিখা ক্লাব।

টসে জিতে রক্তারুণের অধিনায়ক নয়ন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে অধিনায়ক আকবরের অগ্নিশিখা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩০ ওভারের ম্যাচে সবগুলো উইকেট হারিয়ে ১২৭ রান করে। (বেলায়েত ২১, সাইদুর ১৯, তুহিন ১৯*, আকবর ১২, পিয়াস ৩/১৮, নয়ন ২/১৬, সিয়াম ১/২৫, শিমুল ১/১৯, আরমান ১/২২, আকাশ ১/১৮, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২১)।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে রক্তারুণ সংঘ। তারা ১৮ ওভারের মধ্যেই সবগুলো উইকেট হারিয়ে রান করে ৮৪। ফলে অগ্নিশিখা ৪৩ রানে ম্যাচ জিতে যায়। ( নয়ন ২০, শিপন ৪/২২, সাইদুর ৩/২৩, মেরাজ ২/১৪, বেলায়েত ১/২১, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১০)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী অগ্নিশিখা ক্লাবের বোলার শিপন। ম্যাচে আম্পায়ার ছিলেন মো. রেজাউল করিম ও মো. সজিব।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা শিপনের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবির জেলা কাউন্সিলর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন।