বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে কারাগারে

গ্রেপ্তার মো. স্বপন ফকির। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মৃত নজর আকন্দের ছেলে মো. মজিদ আকন্দ (৬০) তার ছেলে মো. স্বপন ফকির (৩০) ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসছিল। গত ২৭ মার্চ বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে একমাত্র আসামি করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২০।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ভরণপোষণ না দেওয়ার অপরাধে মজিদ আকন্দ তার ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।