বাহাদুরাবাদে নির্বাচনি মতবিনিময় সভা

মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সকালে দেওয়ানগঞ্জ মডেল থানা বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিব সাত্তি, চেয়ারম্যান প্রার্থী ছইম উদ্দিন, শাহজাহান আলী, ছামু মিয়া, জাহাঙ্গীর আলম পলাশ, সংরক্ষিত প্রার্থী সেলিনা বেগমসহ সাধারণ সদস্য প্রার্থী নান্ডা মিয়া।

জানা গেছে, আসন্ন বাহাদুরবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন, সাধারণ সদস্য পদে ৩১ জনসহ ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওই ইউনিয়নে ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১১৮ জন ও মহিলা ১৪ হাজার ৫৬৪ জন।

৯ মার্চ ব্যালট পেপারের মাধ্যমে ১১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।