বাহাদুরাবাদ ইউপি নির্বাচন : প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোক্তার হেসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে. চেয়ারম্যান পদে ছামু মিয়া পেয়েছেন চশমা, জাহাঙ্গীর আলম পলাশ পেয়েছেন টেবিল ফ্যান, আবুল কালাম আজাদ পেয়েছেন আনারস, উসমান গনি জুয়েল পেয়েছেন মোটরসাইকেল, ছইম উদ্দিন পেয়েছেন টেলিফোন, সাইফুল ইসলাম বিপুল পেয়েছেন ঢোল, শাহজাহান আলী পেয়েছেন ঘোড়া ও বাবুল মিয়া পেয়েছেন অটোরিকশা প্রতীক। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০১৮ সালে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ পূর্ণ হওয়ায় গত ২৪ জানুয়ারি বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোক্তার হেসেন।

আগামী ৯ মার্চ ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ওই ইউনিয়নে ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১১৮ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫৬৪ জন।