জামালপুর ডিএসএ’র দ্বিতীয় বিভাগ ক্রিকেট : এমসিসিকে ৪ রানে হারিয়েছে ইউনাইটেড ক্লাব

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করে ইউনাইটেড ক্লাবের পলক। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচে ‘বি’ গ্রুপের মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট (এমসিসি) ক্লাবকে ৪ রানে পরাজিত করেছে ইউনাইটেড ক্লাব। ৮ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এমসিসি ক্লাবের অধিনায়ক আরিফুল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক শিমুলের ইউনাইটেড ক্লাব। তারা ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। (পলক* ৬২, হৃদয় ২৬, তাহসিন ১৫, শান্ত ১৫, মোসাদ্দেক ৫/৩৭, তাইফ ৩/২৭, অন্তর ১/২৪)।

দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে এমসিসি ক্লাব। তারা ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১৬২ রান করে। ফলে ৪ রানে ম্যাচ জিতে যায় ইউনাইটেড ক্লাব। (রায়হান ৩৯, নূর আলম ৩৯, সুমন ১৪, আল-আমিম ১৪, শিমুল ৪/৫০, শান্ত ২/২১, সোহাগ ২/২০, মাহিম ১/২০)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী ইউনাইটেড ক্লাবের পলক। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান শরীফ ও রেজাউল করিম রেজা।

৫ উইকেট নিয়ে বল উপহার পায় এমসিসি ক্লাবের বোলার মোসাদ্দেক। ছবি: বাংলারচিঠিডটকম

ম্যাচ শেষে ম্যাচসেরা পলকের হাতে পুরস্কার তুলে দেন জামালপুর ডিএসএ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন। এসময় উপস্থিত ছিলেন ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব রাজন সাহা, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইউনাইটেড ক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান সজীব এবং ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন শ্যামল। এছাড়াও ম্যাচের প্রথম ইনিংসে ৫টি উইকেট শিকারি মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাবের মোসাদ্দেককে একটি বল উপহার দেন জামালপুর ডিএসএ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সদস্য মির্জা জিল্লুর রহমান শিপন।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।