মেলান্দহে দুই হোটেল মালিককে জরিমানা

মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি খাবারের হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। ২৩ জানুয়ারি দুপুরে উপজেলার মাহমুদপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

জানা গেছে, মাহমুদপুর বাজারের হোটেল নিরিবিলির মালিক বিল্লাল হোসেন ও হোটেল সোনার বাংলা সুইটের মালিক নাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।