বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন : আবারও মেয়র হতে চান নজরুল সওদাগর

কর্মীসভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলছে নানা তোড়জোড়। আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌরসভা নির্বাচন উপলক্ষে নড়েচড়ে বসেছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তাই মাঠে নেমেছেন মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা।

২৩ জানুয়ারি দুপুরে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর দ্বিতীয় বার মেয়র হতে কর্মীসভা করেছেন।

পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মীসভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং পুনরায় মেয়র হতে প্রার্থীতা ঘোষণা দেন। কর্মীসভায় ৯টি ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় নজরুল ইসলাম সওদাগর বলেন, আমি গত ৫ বছর ধরে পৌরবাসীর জন্য মাঠে কাজ করেছি। ‘গ’ শ্রেণির পৌরসভা থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করেছি। পৌরসভার সিংহভাগ রাস্তা পাকাকরণ করেছি। পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম ভবিষ্যতেও তাদের পাশে থাকব।

আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে তাকে আবার মেয়র হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।