ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট : জামালপুর ভেন্যুতে টাঙ্গাইল চ্যাম্পিয়ন

টাঙ্গাইল জেলা দল ও শেরপুর জেলা দলের মধ্যে ম্যাচ। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ২২ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় লিগ পর্বের শেষ ম্যাচে শেরপুর জেলা দলের বিরুদ্ধে লড়ে ১ উইকেটে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

২২ জানুয়ারি সকালে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রাগিবের শেরপুর জেলা দল। তারা ৩৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৮ রান। (ফয়সাল ৩৯, জাকির ৩৫, রাগিব ১৪, শোয়েব ১১; তওফিকুর ৪/২৭, মাহিম ৩/২৪, নক্ষত্র ১/১১, তানভির ১/১৮, রামিন ১/৭) ।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মাহিমের টাঙ্গাইল জেলা দল। তারা ৪৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ম্যাচ জিতেছে ১ উইকেটে। (তাওহিদ ২১, নক্ষত্র* ১৯, সায়েম ১৪, রামিন ১০; ফয়সাল ২/২১, মাহাবি ২/২৯, জাকির ২/১৮, রোহিত ২/১৩)

ম্যাচ আম্পায়ার ছিলেন হাফিজুর রহমান টিপু ও আব্দুল মোমিন।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে শুরু হয় ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। ২২ জানুয়ারি টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল, মানিকগঞ্জ ও শেরপুর জেলা দল অংশ নেয়।

জামালপুর ভেন্যুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা দল চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। চারটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে মানিকগঞ্জ জেলা দল। অপরদিকে চারটি ম্যাচেই হেরেছে শেরপুর জেলা দল।