বকশীগঞ্জে অবশেষে বীর মুক্তিযোদ্ধা মেহেদী বিল্লুর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজাত আলী ফকির।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে নানা নাটকীয়তার পর বীর মুক্তিযোদ্ধা মরহুম মেহেদী বিল্লুর রহমানের স্মরণে নয়াপড়া কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

১৮ জানুয়ারি বিকালে পৌর এলাকার নয়াপাড়া গ্রামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজাত আলী ফকির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে এনামুল কবির পারভেজের সঞ্চালনায় এসময় বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, জেলা পরিষদ সদস্য শিলা সরোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ফুটবল টুর্নামেন্টের আয়োজক প্রভাষক মোসাদ্দেকুর রহমান মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমেশ চন্দ্র রায়সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আরও দুই দফায় এই টূর্নামেন্টের আয়োজন করা হলে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বাধায় শেষ পর্যন্ত খেলাটি পণ্ড হয়ে যায়। পরে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ১৮ জানুয়ারি বিকালে বীরমুক্তিযোদ্ধা মরহুম মেহেদী বিল্লুর রহমানের স্মরণেই খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।