দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকালে পৌর শহরের বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) আয়োজনে ও ডিজএ্যাবল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী। প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিবার পরিকল্পনা ডা. আহসান হাবীব, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, সাংবাদিক খাদেমুল ইসলাম, তারেক মাহমুদ প্রমুখ।

স্পেশাল অলিম্পিকে পদকজয়ী রবিউল হকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভার শেষে জার্মানের বার্নিলে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে দৌঁড় ও দীর্ঘ লম্ফ প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হককে সংবর্ধনা দেওয়া হয়।