দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম মাসুদ।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে জান মালের নিরাপত্তা ও বসতভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম মাসুদ। ২ ডিসেম্বর সকালে চিকাজানি তাঁর নীজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানান, চিকাজানি মিয়াপাড়া সাকিনস্হ বি আর এস ১৪১ খতিয়ান, ১৩৯১ দাগে ২২ শতাংশ জমি আমার মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্য হয়ে দেওয়ানগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে দলিল সম্পাদন করি, দলিল নং ৪০৩৬। দলিল সূত্রে মালিকানা হয়ে দীর্ঘদিন যাবত বসতি বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। প্রতিপক্ষ নূর উদ্দিন, চেংরু, রাসেল, দীপ্ত, আমার দখলি সম্পত্তি বেদখল পাঁয়তারা করে এবং আদালতে আমার বিরুদ্ধে মামলা করে। বিজ্ঞ আদালত আমার জমির কাগজপত্র দেখে আমাকে রায় দেন। এ রায়কে কেন্দ্র করে বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকি ও বসতবাড়ি ঘর উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। আমি বর্তমানে নিরাপত্তাহীন হয়ে পড়েছি। আমি আমার জান মালের নিরাপত্তা চাই।