দেওয়ানগঞ্জে দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে দুইদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান।

প্রধান অতিথি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই বর্তমান সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য উপজেলা পর্যায়ে কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব সহকারে ধারণ করে ক্ষেতে খামারে কাজ করবেন, উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষক প্রশিক্ষণে ৬০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।