নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় যুবক কারাগারে

ভারতীয় মদসহ গ্রেপ্তার হাসিবুল হাসান ইমন।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। ৬ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে ৫ সেপ্টেম্বর গভীর রাতে ইমনকে উপজেলা পৌরশহরের দক্ষিণ বাজার এলাকার নিজ বাড়ি থেকে গেপ্তার করে পুলিশ। ইমন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২টায় পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। ওইসময় নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়। এরপরে ৬ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ইমন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।