জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের মানবিক কাজের আরেকটি অনন্য উদাহরণ

অগ্নিদগ্ধ নাঈমের হাতে চিকিৎসার টাকা তুলে দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিশ্বের সর্ববৃহৎ মানবিক সাড়া প্রদানকারী সংস্থা হিসেবে পরিচিত ওয়ার্ল্ড ভিশন জামালপুরে জটিল রোগে আক্রান্ত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা খরচ ব্যয় করে অনন্য এক উদাহরণ তৈরি করার খবর পাওয়া গেছে।

১০ আগস্ট বিকালে অনানুষ্ঠানিকভাবে চিকিৎসা খরচের টাকা তুলে দেওয়া হয় অগ্নিদগ্ধ হয়ে মাথার খুলি প্রতিস্থাপনসহ জটিলভাবে আক্রান্ত শিশু জামালপুর পৌরসভার বাসিন্দা দরিদ্র পরিবারের সন্তান নাঈমের হাতে।

এছাড়া শরিফপুরের বাসিন্দা মারুফ হোসেনের হৃদযন্ত্রে অস্ত্রপাচার, প্রতিবন্ধী শিশু সামিহার বিশেষ ধরনের উন্নত চিকিৎসা, অগ্নিদগ্ধ শিশু বৃষ্টির উন্নত চিকিৎসাসহ মারাত্মক রোগে আক্রান্তদের জন্য ওয়ার্ল্ড ভিশন জাপান ও ওয়ার্ল্ড ভিশন দক্ষিণ কোরিয়ার প্রেরিত বিশেষ তহবিলের টাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে জামালপুর এরিয়া প্রোগ্রাম এই মানবিক কাজটি বাস্তবায়ন করছে।

জানা যায়, এই বিশেষ চিকিৎসা সহায়তার আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় করার সুযোগ আছে। বিশেষ কার্যক্রমটি চলতি মাসেই শেষ হবে বলে জানা যায়। তবে বরাদ্দ আসলে কর্মএলাকা অথবা কর্মএলাকার বাইরেও এ ধরনের বিপদাপন্ন জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যয় বহন করবে বলে এ প্রতিনিধিকে ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ জানান।

অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা।

বাবা, মা হারা নাঈমের বৃদ্ধ দাদী নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসার টাকা পেয়ে আবেগ আপ্লুত ভাষায় ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ ওয়ার্ল্ড ভিশন জামালপুরে উন্নয়ন সংঘের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি), পুষ্টি উন্নয়নসহ বহুমাত্রিক উন্নয়নভিত্তিক প্রকল্প বিংগস, জেসমিন, দুর্যোগে সাড়াপ্রদান প্রকল্প বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে সক্রিয় অংশগ্রহণ করে থাকে।