জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, জামালপুর সদর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন রিপার সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, আসাদুজ্জামান আকন্দ বাবু, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ প্রমুখ।

এছাড়াও সদর উপজেলার ১৫টি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, তৃণমূল পর্যায়ের নারীদেরকে সাংগঠনিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করা সম্ভব। কারণ বাংলাদেশে নারী ভোটার বেশি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ সকল কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কমিটি গঠন করে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান বক্তারা।

কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বিশেষ বর্ধিত সভায় জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।