ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেওয়ানগঞ্জে সাত পুলিশ কর্মকর্তা পেল শ্রেষ্ঠ সম্মাননা শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

গতিশীল জুডিসিয়ারি তৈরিতে আমরা বদ্ধপরিকর : প্রধান বিচারপতি

বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, গত ৫০-৬০ বছরে দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধপরিকর।

২৭ এপ্রিল শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরো গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেছেন, দেশে গত বছর মামলা দায়েরের চাইতে নিষ্পত্তি বেশি হয়েছে। গত বছর বিচার বিভাগ ৮ লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে, আর মামলা দায়ের হয়েছে ৭ লাখের মতো। এছাড়া গত বছর সুপ্রীম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে, যা গত ৫০ বছরেও হয়নি। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী ও আইনজীবী সহকারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জুডিশিয়ারিকে আরও গতিশীল করার চেষ্টা করছি।

তিনি বলেন, শেরপুরে মামলা নিষ্পত্তির হার ১৪২ ভাগ। অর্থাৎ ১০০ মামলা দায়ের হলে পুরোনো মামলাসহ নিষ্পত্তি হয়েছে ১৪২টি। এটি বেশ সন্তোষজনক। আইনজীবী ও আইনজীবী সহকারীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। তিনি আরও বলেন, বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক। যদি বার বেঞ্চকে সহায়তা না করে তবে একা জজদের পক্ষে বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এম কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা। ওইসময় প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও তার নিজের পোট্রেট উপহার দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মমতাজ উদ্দিন মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্য বিচারকগণ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত লাইব্রেরী কক্ষ উদ্বোধন করেন। এর আগে তিনি জেলার বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ওইসময় অন্যান্য অতিথি ও বিচারকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ ইসমেত জিহান।

পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি। ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহাবুব আলী মোয়াদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

গতিশীল জুডিসিয়ারি তৈরিতে আমরা বদ্ধপরিকর : প্রধান বিচারপতি

আপডেট সময় ০৮:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, গত ৫০-৬০ বছরে দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আমরা দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে আমরা বদ্ধপরিকর।

২৭ এপ্রিল শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে আরো গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেছেন, দেশে গত বছর মামলা দায়েরের চাইতে নিষ্পত্তি বেশি হয়েছে। গত বছর বিচার বিভাগ ৮ লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে, আর মামলা দায়ের হয়েছে ৭ লাখের মতো। এছাড়া গত বছর সুপ্রীম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে, যা গত ৫০ বছরেও হয়নি। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবী ও আইনজীবী সহকারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জুডিশিয়ারিকে আরও গতিশীল করার চেষ্টা করছি।

তিনি বলেন, শেরপুরে মামলা নিষ্পত্তির হার ১৪২ ভাগ। অর্থাৎ ১০০ মামলা দায়ের হলে পুরোনো মামলাসহ নিষ্পত্তি হয়েছে ১৪২টি। এটি বেশ সন্তোষজনক। আইনজীবী ও আইনজীবী সহকারীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। তিনি আরও বলেন, বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক। যদি বার বেঞ্চকে সহায়তা না করে তবে একা জজদের পক্ষে বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এম কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা। ওইসময় প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও তার নিজের পোট্রেট উপহার দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মমতাজ উদ্দিন মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্য বিচারকগণ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত লাইব্রেরী কক্ষ উদ্বোধন করেন। এর আগে তিনি জেলার বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ওইসময় অন্যান্য অতিথি ও বিচারকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ ইসমেত জিহান।

পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি। ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাহাবুব আলী মোয়াদ।