বকশীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ৮ এপ্রিল বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সদস্য সচিব আনিছুজ্জামান গামা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, মেরুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল শামীম প্রমুখ।

এই কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তাঁরা নিত্যপণ্যের মূল্য দ্রুত কমাতে ও বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির নেতারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আওয়ামী লীগের লোকদের ফায়দা হাসিলের তীব্র প্রতিবাদ জানান।