বকশীগঞ্জে বিজয় মুক্ত মঞ্চ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবুল কালাম আজাদ

বিজয় মুক্ত মঞ্চ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করার পর মোনজাতে অংশ নেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন জাতীয় দিবস সমূহ উদযাপনের লক্ষ্যে ‘বিজয় মুক্ত মঞ্চ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১ মার্চ বিকালে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মুক্ত মঞ্চ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন সাবেক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, এসিল্যান্ড মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাবাবা এন্টারপ্রাইজ বিজয় মুক্তমঞ্চ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ২৮০ টাকা।