বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের গাইনী স্বাস্থ্য ক্যাম্প

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে গাইনী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ছবি :বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাজেদা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে তিনানীপাড়া প্রোগ্রাম অফিসে ২৭ ফেব্রুয়ারি বিনামূল্যে গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পটির সার্বিক তদারকি করেন সাজেদা ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী লুৎফর রহমান।

গাইনী রোগীদের চিকিৎসা সেবা দেন গাইনী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ ডা. নাজনীন অনন্যা। তাকে সহযোগিতা করেন ডা. এসএম মনিরুল ইসলাম।

স্বাস্থ্য ক্যাম্পে মোট ১৫২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ১২৩ জন গাইনী রোগী ও ২৯ জন শিশু রোগীকে সেবা দেওয়া হয়।