বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে অসহায়, দুস্থদের বিনামূল্যে নাক, কান, গলা রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে তিনানীপাড়া কর্মসূচি কার্যালয়ে বিনামূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

হেলথ ক্যাম্প নিয়ে সাজেদা ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী লুৎফর রহমান জানান, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. শিব শংকর গোস্বামী, ডিএলও রোগীদের সেবা দেন এবং তাকে সহযোগিতা করেন ডা. মনিস কুমার পন্ডিত।

হেলথ ক্যাম্পে মোট ১৬৭ জন নাক, কান ও গলা সমস্যার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।