মেলান্দহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।ছবি:বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মির্জা আজম আধুনিক অডিটরিয়ামের দ্বিতীয় তলা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

প্রস্তুতি সভায় আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুঁথি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।