স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ সকালে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির আয়োজনে শহরের শিশু একাডেমি মিলনায়তনে ওইসব সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান ও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার বিচারকবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৪টি বিষয়ে ১০টি পৃথক বিভাগে শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২৬ মার্চ পুরস্কার বিতরণ করা হবে।