ইসলামপুরে টিকিট কালোবাজারির ১৫দিনের কারাদণ্ড

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির দায়ে বিল্টু দর্জি (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।

৩১ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।

পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।