মেয়র ছানোয়ারের মানবিক উদ্যোগ : করোনার রোগীরা পাচ্ছেন অক্সিজেন ওষুধ অ্যাম্বুলেন্স

জামালপুর পৌরসভা এলাকার করোনার রোগীদের জন্য বিনাভাড়ায় হ্যালো মেয়র অ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনায় আক্রান্ত রোগীদের সেবায় ‘হ্যালো মেয়র জামালপুর পৌরসভা’ কর্মসূচিতে এবার যুক্ত হলো বিনাভাড়ায় অ্যাম্বুলেন্স সার্ভিস। এর আগে চালু হয় বাড়ি বাড়ি অক্সিজেন গ্যাস সিলিন্ডারসেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার মতো মানবিক উদ্যোগ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯ জুলাই সকালে পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন।

অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি তার বক্তব্যে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর পরামর্শে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বিনাভাড়ায় করোনার রোগীদের সেবায় হ্যালো মেয়র অ্যাম্বুলেন্স সার্ভিস এবং করোনার রোগীদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও ওষুধ পৌঁছে দেওয়ার মতো একটি মহতি উদ্যোগ নিয়েছেন। আমি শুনেছি পৌর মেয়রের এই মানবিক উদ্যোগের সুফলও পাওয়া যাচ্ছে। করোনার সংক্রমণ এবং করোনার রোগীদের মৃত্যু কমিয়ে আনতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে পৌর মেয়র একটি নজির স্থাপন করেছেন।

মির্জা আজম এমপি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের সকল প্রকার কার্যক্রম স্থগিত করে করোনায় আক্রান্ত রোগী ও করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সাথে প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষদের জন্য সরকারি সব ধরনের মানবিক পদক্ষেপগুলো বাস্তবায়ন এবং যার যা সামর্থ্য আছে তা নিয়েই প্রতিবেশী দরিদ্র প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে বলেছেন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় পৌরসভার সভার কাউন্সিল, কর্মকর্তা-কমচারী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন করোনার রোগীদের সেবায় গত দু’সপ্তাহ ধরে ‘হ্যালো মেয়র জামালপুর পৌরসভা’ কর্মসূচি হাতে নিয়ে বিনামূল্যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। মেয়রের ডাকে সাড়া দিয়ে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও এই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক ডা. খালেদ মাহমুদের নেতৃত্বে মেডিক্যাল শিক্ষার্থীরা করোনার রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে দিনরাত সেবা দিয়ে আসছেন। ইতিমধ্যে পৌর মেয়র পৌরসভায় ৩৫টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার মজুদ করেছেন। যার মধ্যে বর্তমানে জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত ২০ জন রোগীর বাড়িতে অক্সিজেন দেওয়া হচ্ছে। পৌর মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এবার যুক্ত হলো হ্যালো মেয়র অ্যাম্বুলেন্স সার্ভিস। বিনামূল্যে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স সেবা পেতে একটি হটলাইন ফোন নম্বর (০১৯৩০২২১১০০) চালু রাখা হয়েছে। একই সাথে ৯৯৯ নম্বরে ফোন করেও এই সেবা পাওয়া যাবে দ্রুত সময়ের মধ্যে। এই সেবা পাবেন শুধুমাত্র জামালপুর পৌরসভাধীন ১২টি ওয়ার্ডের করোনায় আক্রান্ত রোগীরা। করোনার সংক্রমণ রোধে এবং আক্রান্ত রোগীদের সময়মতো সেবা দিয়ে তাদের মৃত্যু ঠেকাতে এই কার্যক্রম অব্যাহত রাখতে সবার কাছে সহযোগিতা কামনা করেছেন পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।