গরীবের ত্রাণ বা ভাতা নিয়ে দুর্নীতি করলে গণরোষে পড়তে হবে : মির্জা আজম এমপি

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, গরীবের ত্রাণ ও ভাতা নিয়ে কোন দুর্নীতি করলে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয় গণরোষের শিকার হতে পারেন। তিনি ১৯ জুলাই সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সাথে এক মতবিনিময় সভায় তাদের এ কথা বলেন।

মির্জা আজম এমপি বলেন, এই করোনাকালে উপমহাদেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিমাণ সহায়তা করেছেন তা বিশ্বে বিরল। আর এই ত্রাণ নিয়ে যদি কোন অনিয়ম হয় তা বরদাশত করা হবে না। প্রয়োজনে জেহাদ ঘোষণা করা হবে।

তিনি বলেন, করোনা ও ঈদুল আজহা উপলক্ষে যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা সময় মতো দেওয়ার ব্যবস্থা করবেন। যেন এই মহামারীকালে একজন ব্যক্তিও অভুক্ত না থাকে।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সরকার সব কিছু করছে। টিকার ব্যবস্থা হয়েছে। ঈদুল আজহাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে ঈদ ও কোরবানি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন।