জামালপুর প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমস্যা নিরসনে আলোচনা সভা

বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন ও সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সকালে দেউরপাড় চন্দ্রা জামালপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবদুর রাজ্জাক। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল। এতে আলোচকের বক্তব্য রাখেন জামালপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী ও সহ-সভাপতি হাফেজ সুলতান নাছির উদ্দিন বাবলু।

আলোচনা সভায় বক্তারা ইমামদের সামাজিক সমস্যা নিরসনসহ তাদের সম্মানিভাতা বিষয়ে বিস্তার আলোচনা করা হয়। আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশন মউশিক এর মাঠ কর্মকর্তা মোবারক হোসেন।