মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে শাম্মী আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ আগস্ট সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় মো. সানাউল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্রামের মো. সানাউল্লাহর শিশুকন্যা শাম্মী আক্তার তাদের বাড়ির কাছেই বন্যার পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ হাসপাতালের ইউএইচএফপিও চিকিৎসক মো. সাইফুল ইসলাম এ প্রসঙ্গে এ প্রতিবেদককে জানান, হয়তো হাসপাতালে আনার পথেই শিশু শাম্মী আক্তার মারা গেছে। হাসপাতালে আনার সাথে সাথেই জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষাসহ ভালোমতো পর্যবেক্ষণ করার পরই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে তার স্বজনরা।