চাঁদাবাজির প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

জামিলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জামিলের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। ৪ আগস্ট দুপুরে পৌরসভার বাউসি উত্তরপাড়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বাউসি উত্তরপাড়া গ্রামের আব্দুল হালিম মেম্বারের বাড়িতে সংবাদ সম্মেলন করেন গ্রামবাসি।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খসরু আহম্মেদ সরকার। আরও বক্তব্য রাখেন, ভুক্তভুগী গ্রামবাসীর মধ্যে মোজাম্মেল হোসেন, হাজি রফিকুল ইসলাম, আব্দুল মজিদ প্রমুখ।

মানববন্ধনে এসময় বক্তারা বলেন, সন্ত্রাসী জামিল দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে ত্রাসের সৃষ্টি করে চাঁদাবাজি, জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে গ্রামবাসী তার কুকর্মকাণ্ডের অতিষ্ট হয়ে পড়েছে। সন্ত্রাসী জামিলের অত্যাচার নির্যাতন থেকে সমাজের নিরীহ সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন-জাপনের দাবি তাদের।