রৌমারীতে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. আইয়ুব আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১৬ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. আইয়ুব আলী (৩৩)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার নটানপাড়ার মতিন মিয়ার ছেলে।

উদ্ধার ১৫০টি ইয়াবা বড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৬ জানুয়ারি রাতে রৌমারী উপজেলার নটানপাড়ায় অভিযান চালায়। এসময় রাত নয়টার দিকে ওই এলাকার তুরা সড়ক থেকে ১৫০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেটসহ মাদক কারবারি মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেছে।

১৭ জানুয়ারি র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।