ইসলামপুরে গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর-কটাপুর ভায়া গুঠাইল সড়কে আরসিসি ও পিইসি গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২ ডিসেম্বর বিকেলে সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, জেলা পরিষদের সদস্য আবদুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবুল, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার অধিদপ্তর, ইসলামপুর ৮০.১০ মিটার আরসিসি ও পিইসি গার্ডার সেতু নির্মাণ কাজটি তত্ত্বাবধান করবে।