৫০০ আসনের অডিটোরিয়াম হচ্ছে ইসলামপুরে

অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও অন্যান্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন হচ্ছে। ২৮ নভেম্বর সকালে ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন, সহকারী কমিশনার (ভূমি) সোরাইয়া আক্তার লাকি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, শাহজাহান সরকার, যুগ্মসম্পাদক মাকছুদুর রহমান আনছারী প্রমুখ।

উপজেলা পরিষদের বাস্তবায়নে এ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণের কাজ মেসার্স সহিদ ব্রাদার্স-সোলার কনক্ট্রাকশন জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা।