পলিশা গোরস্থান উন্নয়নে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পলিশা গোরস্থান উন্নয়নে ১৮ অক্টোবর সকালে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পলিশা গ্রামবাসীর উদ্যোগে স্থাপিত পলিশা গোরস্থানের সীমানা দেয়াল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। সীমানা দেয়াল নির্মাণে জেলা পরিষদ অর্থায়ন করেছে। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গোরস্থানটির চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে এবং গৃহীত অন্যান্য উন্নয়ন পরিকল্পনাগুলো নিয়ে আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জুলফুকার রহমান শাহীন ও মাসুদ করিম, জামালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ফিজুর, জামালপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন মাসুদ চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভার প্রধান অতিথি জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী পলিশা গোরস্থানের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পরে তিনি গোরস্থানের সীমানা দেয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন।