বকশীগঞ্জের আর জে পাইলট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিলাখিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব নিরসন, অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা ও মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় নিলাখিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজা উদ্দৌলা, সাবেক চেয়ারম্যান সেলিম আনছারী, অভিভাবক সদস্য মোফাজ্জক মিষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নওরোজ মিয়া, মোখলেসুর রহমান, শিক্ষক লিটু মিয়া, অভিভাবক শামীম মিয়া প্রমুখ।

ওই বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস ফাঁকি বন্ধ করা, শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, শতভাগ পাশের হার নিশ্চিত করা, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব নিরসন, অভিভাবকদের বিদ্যালয় পরিদর্শনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।