শেরপুরে এবার দুই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

শেরপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরে এবার প্রায় দুই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জেলার সদরসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবদীর এই পাঁচ উপজেলায় ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে ২ হাজার ৬৯৮ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৬ ফেব্রুয়ারি দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন চিকিৎসক রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন চিকিৎসকা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন। তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৮৫০ জন শিশুকে নীল রং এর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ লাথ ৭৭ হাজার ৯৫১ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।