ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
ফেনী গার্লস ক্যাডেট কলেজের (এফজিসিসি) প্রাক্তন ক্যাডেটবৃন্দের তিন দিনব্যাপী ১ম পুনর্মিলনী’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজে এসে পৌঁছালে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিস তাঁকে অভ্যর্থনা জানান। এরপর, সেনা প্রধান পুনর্মিলনীর উদ্বোধন এবং পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন।

পরে জেনারেল আজিজ আহমেদ প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এরপর বর্তমান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দের অংশগ্রহণে ‘নারী জাগরণ’র উপর একটি বর্ণাঢ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপন করেন।

অনুষ্ঠানে ঊর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনদিনব্যাপী ফেনী গার্লস ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
সূত্র : বাসস