জামিন পেলেন বিএনপি নেতা মামুন

জামিন মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গনে নেতা-কর্মীদের সাথে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে জামিন নিয়েছেন।

গত ১০ অক্টোবর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জামালপুর সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের আদেশ অনুসারে ১১ নভেম্বর সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। আদালতে বিচারক জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান তার জামিন মঞ্জুর করেন। ওই মামলায় জেলা বিএনপির সাবেক য্গ্মুসম্পাদক ও শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল এর আগেই জামিনে পেয়েছেন।